আমিই নিজেই চলে যাব, ওই চিলেকোঠায় আমিই নিজেই চলে যাব, ওই চিলেকোঠায়
তাই তো সময় লেখা ঘড়িতে, ফুল নয়, কাঁটা থাকে তাই তো সময় লেখা ঘড়িতে, ফুল নয়, কাঁটা থাকে
এখন আমাদের রং নেই। এখন আমাদের রং নেই।
ডাইনোসরেরা হয়েছে বিলীন রয়ে গেছে আগ্রাসী অভ্যাস অবিবেচনার মোড়কে নীতিহীন। ডাইনোসরেরা হয়েছে বিলীন রয়ে গেছে আগ্রাসী অভ্যাস অবিবেচনার মোড়কে নীতিহীন।
ঘুচিয়ে দেয় সব হতাশ ঘুচিয়ে দেয় সব হতাশ
একটু আলো চাই . একটু আলো চাই .